ওয়েবসাইট তৈরীর গাইডলাইন
ভূমিকাঃ ব্লগার দিয়ে খুব সহজেই একদম ফ্রিতেই একটি ওয়েবসাইট তৈরী করা এখন সময়ের ব্যাপার মাত্র। সামান্য কিছু বেসিক জিনিস জানলেই আপনিও পারবেন তৈরী করতে। চলুন জেনে নেয়া যাক ওয়েবসাইট তৈরীর এ টু জেট।
১ নং ধাপঃ প্রথমে আপনার একটি জিমেইল এ্যাকাউন্ট লাগবে। আমি ধরে নিচ্ছি যে, আপনার একটি জিমেইল এ্যাকাউন্ট আছে।
২নং ধাপঃ গুগলে গিয়ে সার্চ করুন www.blogger.com তারপর আপনার জিমেইল এ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন।
৩নং ধাপঃ এবার আপনার সামনে নতুন এ্যাকাউন্ট তৈরীর অপশন আসবে। প্রথমে একটি টাইটেল লিখুন (আপনার ওয়েবসাইটের নাম) তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। তারপর এখানে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে একটি লিংক তৈরী করুন। যেমন, azizulhakim.blogspot.com তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। তারপর ডিসপ্লে নাম চাইবে সেখানে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে বের হয়ে আসুন।
৪নং ধাপঃ এরপর আপনার সামনে ব্লগারের ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ডটি ভালোভাবে দেখুন।
ড্যাশবোর্ড পরিচিতি
বাম পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। তারপর নিচে দেখুন প্রথমে,
Website Name = আপনার ওয়েবসাইটের নাম।
New Post = এখানে ক্লিক করে নতুন পোস্ট লেখা যাবে।
Post = এখান থেকে সবগুলো পোস্ট দেখা যাবে।
Stats = এখান থেকে আপনার ওয়েবসাইট ভিউ দেখা যাবে।
Comments = এখান থেকে দেখা যাবে আপনার ওয়েবসাইটে কে কে কমেন্ট করেছে।
Earning = এখান থেকে গুগল এডসেন্স চালু করে টাকা ইনকাম করা যাবে।
Pages = এখান থেকে নতুন পেজ তৈরী করা যাবে।
Layout = এখান থেকে আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করা যাবে।
Theme = এখান থেকে আপনার ওয়েবসাইটের জন্য সুন্দর সুন্দর থিম ইন্সটল করা যাবে।
Settings = এখান থেকে আপনার ওয়েবসাইটের সকল সেটিংস ঠিক করা যাবে।
Reading List = এখান থেকে ব্লগারের নিজস্ব কিছু পোস্টের লিস্ট দেখা যাবে।
View Blog = এতক্ষণ আপনার ওয়েবসাইটটি কেমন তৈরী করলেন তা এখান থেকে দেখা যাবে।
উপসংহারঃ উপরে উল্লেখিত গাইড অনুযায়ী নিজে নিজে প্রাক্টিস করুন তাহলে আপনিও এই পর্যন্ত আসতে পারবেন। এরপর আমরা পরবর্তী পোস্টে আরো নিয়ম কানুন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।