ব্লগারের পোস্ট টপবার পরিচিতি
ভূমিকাঃ ব্লগার দিয়ে ফ্রিতে ওয়েবসাইট তৈরীর টিউটোরিয়াল চলছে গত পর্বে আমরা ব্লগারের সাইড মেনুবার নিয়ে আলোচনা করেছি। আজ আলোচনা করবো ব্লগারের টপবার নিয়ে। গত পর্বটি যদি না পড়ে থাকেন তাহলে সেটি আগে পড়ে নিন তাহলে এই পোস্টটি বেশী হেল্প ফুল হবে। চলুন আমরা ব্লগারের টপবার নিয়ে আলোচনা শুরু করি।
ব্লগারের পোস্ট টপবার কি?
ব্লগারের ড্যাশবোর্ডে প্রবেশ করলে পোস্ট নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করলে সবগুলো পোস্ট দেখা যাবে। নতুন পোস্ট লিখতে চাইলে নিচের দিকে ডান পাশে একটি প্লাস আইকন আছে সেখানে ক্লিক করলে নিউ পোস্ট লিখতে পারবেন। নিউ পোস্ট লেখায় ক্লিক করলে একটি পেজ দেখা যাবে। উপরে একটি টপবার মেনু দেখতে পাবেন সেটাকেই টপবার বলছি।
প্রথমে বাম পাশ থেকে রয়েছে,
📌 একটি পেন আইকন, এর ভিতর দুটি অপশন আছে এক. কম্পোজ মুড দুই, html মুড। যখন কোন পোস্ট লেখা হয় তখন কম্পোজ মুডে লিখতে হয়। পোস্টের এক্সট্রা ডিজাইন করার জন্য html মুডে কাজ করতে হয়। এসম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
📌 তারপর রয়েছে রিডু আনডু। কোন কিছু লিখার পর আগে পিছে নেয়ার অপশন।
📌 তারপর রয়েছে লেখার ফন্ট পরিবর্তন। এখানে ক্লিক করলে অনেক ফন্ট দেখা যাবে। সেখান থেকে আপনার পোস্টে যে কোন ফন্ট সিলেক্ট করে লিখতে পারেন।
📌 তারপর রয়েছে ফন্ট সাইজ বাড়ানোর জন্য অপশন। আপনার লেখাগুলো সিলেক্ট করে এখান থেকে ফন্ট বা লেখার সাইজকে বড় ছোট করতে পারবেন।
📌 তারপর রয়েছে প্যারাগ্রাফ। এখানে ক্লিক করলে এর ভিতরে আরো ফর্মেটিং রয়েছে। এখান থেকে লেখাকে হেডিং, সাব হেডিং বা প্যারাগ্রাফ দিয়ে লিখতে পারবেন।
📌 তারপর রয়েছে B ফরম্যাট। লেখার কোন অংশ বা পুরোটা সিলেক্ট করে B ক্লিক করলে লেখাটি বোল্ড হবে।
📌 তারপর রয়েছে I ফরম্যাট। লেখার কোন অংশ সিলেক্ট করে I ক্লিক করলে লেখাটি ইতালিক হয়ে যাবে।
📌 তারপর রয়েছে U ফরম্যাট। কোন লেখার নিচে আন্ডারলাইন দিতে হলে সেই লেখাটিকে সিলেক্ট করে U ক্লিক করলে লেখার নিচে আন্ডারলাইন হয়ে যাবে।
📌 তারপর রয়েছে কোন লেখার অংশ বিশেষের উপর কাটা দেয়া চিহ্ন দেখাতে চাইলে। সেই অংশটি সিলেক্ট করে উক্ত অপশনে ক্লিক করলে লেখাটির উপর একটি কাটা দাগ পড়বে।
📌 তারপর রয়েছে একটি অপশন লেখার কোন অংশ বা পুরোটা সিলেক্ট করে সেটিতে ক্লিক করলে লেখার কালার পরিবর্তন হয়ে যাবে।
📌 তারপরে রয়েছে একটি অপশন লেখার কোন অংশ বা পুরোটা সিলেক্ট করে উক্ত অপশনে ক্লিক করলে লেখাটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে।
📌 তারপর রয়েছে একটি অপশন কোন লেখার অংশ বিশেষ সিলেক্ট করে উক্ত অপশনে ক্লিক করলে লিংক দেয়ার অপশন আসবে সেখানে যে কোন ওয়েবসাইটের লিংক বসিয়ে দিলে লেখাটি লিংকাপ হবে। উক্ত লেখাটির উপর ক্লিক করলে যে ওয়েবসাইটের লিংক দেয়া আছে সেখানে নিয়ে যাবে।
📌 তারপর রয়েছে একটি ইমেজ আইকন। সেখানে ক্লিক করলে আপনার ফোন বা কম্পিউটারের গ্যালারিতে নি যাবে। সেখান থেকে আপনার পছন্দসত যে কোন ইমেজ আপলোড করতে পারবেন।
📌 তারপর রয়েছে ভিডিও আইকন। এখানে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারবেন।
📌 তারপর রয়েছে ইমোজি আইকন। এখান থেকে লেখার মধ্যে ইমোজি দেয়া যাবে।
📌 তারপর রয়েছে লেখাকে এলাইনমেন্ট করার অপশন।
📌 তারপর রয়েছে লেখাকে ডানে বামে সরানোর অপশন।
📌 তারপর রয়েছে লেখার সামনে বুলেট দেয়ার অপশন।
📌 তারপর রয়েছে লেখার শুরুতে ও শেষে ইনভার্টেট কমা দেয়ার অপশন।
📌 তারপর রয়েছে লেখার নিচে দাগ দেয়ার অপশন।
📌 তারপর রয়েছে লেখার লাইনকে ডান বামে সরানো।
📌 তারপর রয়েছে ভাষা পরিবর্তনের অপশন।
📌 তারপর রয়েছে লেখার সব ফরমেট রিমুভ করার অপশন। অর্থাৎ ক্লিয়ার ফরমেট।
উপসংহারঃ উক্ত পোস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম পোস্ট পেজের যাবতীয় ফরমেট সম্পর্কে। পোস্টটি ভালোভাবে পড়ে প্রাক্টিস করুন।