আস্সালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! ওয়েব ডিজাইন সার্ভিস পেতে যোগাযোগ করুন। ধন্যবাদ


ব্লগার দিয়ে তৈরী করুন আপনার প্রথম ওয়েবসাইট পর্বঃ ১

ভূমিকাঃ Blogger - ব্লগার দিয়ে একটি ইউনিক ওয়েবসাইট তৈরী করুন নিজের জন্য। ব্লগার যেহেতু তার ইউজারদেরকে ফ্রিতে ওয়েবসাইট তৈরী করার জন্য সাব ডোমেইন এবং হোস্টিং দেয় সেজন্য ব্লগার অত্যন্ত জনপ্রিয়। আমরাও যেহেতু ফ্রিতেই ওয়েবসাইট তৈরী করতে চাই সেহেতু আমরা ব্লগারকেই চয়েজ করেছি। চলুন আমরা একটি ওয়েবসাইট তৈরী করার জন্য এগিয়ে যাই। 

পোর্টফোলিও ব্লগার ওয়েবসাইটঃ 

সম্পূর্ণ বেসিকভাবে আমরা প্রথমে একটি ওয়েবসাইট তৈরী করবো পরে প্রফেশনালভাবে তৈরী করবো ইনশাআল্লাহ। আমরা আজ একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরী করার চেষ্টা করবো। 

পোর্টফোলিও ওয়েবসাইট কি? 

ধরুন আপনি একজন ডিজাইনার, আপনি একজন ইলেক্ট্রিশিয়ান, একজন রাজমিস্ত্রী, একজন টেইলর ইত্যাদি। আপনি যে কাজেই করেন না কেন সেকাজে আপনি একজন অবশ্যই অভিজ্ঞ। আপনি যে কাজ করেন সেগুলো অফলাইনে থাকে। লোকাল লোকজনের মাধ্যমে আপনি কাজ সংগ্রহ করে থাকেন। কিন্তু বর্তমানের যুগ হচ্ছে অনলাইন যুগ। বর্তমানে যারা বিভিন্ন পেশায় দক্ষ তারা অনলাইনের মাধ্যমেও কাজ সংগ্রহ করতে পারেন খুব সহজেই। 

অনলাইনে কিভাবে কাজ পাওয়া যাবে? ধরুন আপনি একটি মোবাইল কিনবেন সেটি কিনার আগে আমরা কি করি? প্রথমে গুগলে সার্চ দিয়ে দেখি কোন কোম্পানির মোবাইলটা ভালো, তার দাম কত, র্যাম কত, ক্যামেরা কেমন, ইন্টারনাল মেমোরি কত ইত্যাদি সম্পর্কে ডিটেইলস জানার জন্য আমরা কিন্তু প্রথমে গুগলে সার্চ করি। এখন গুগল কি করে? গুগল খুঁজে দেখে যে, বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো তাদের জন্য ওয়েবসাইট খুলে রেখেছেন। গুগল সেই সমস্ত ওয়েবসাইটের তথ্য নিয়ে আপনার সামনে হাজির করে। আপনি তখন একেকটি ওয়েবসাইট ভিজিট করে আপনার নির্দিষ্ট জিনিসটি সম্পর্কে বিস্তারিত জেনে তারপর মারকেটে গিয়ে ক্রয় করে থাকেন। 

ঠিক এমনিভাবে, আপনি একজন গ্রাফিক ডিজাইনার আপনি যদি আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনার জন্য একটি ওয়েবসাইট তৈরী করে রাখেন, তাহলে যখন কেউ একজন ভাল ডিজাইনার খুঁজবে গুগলে এসে, তখন যদি সে আপনার ওয়েবসাইটটি পেয়ে যায় তাহলে সেখান থেকে তিনি আপনার কাজ দেখে অনুপ্রানিত হয়ে আপনার তথ্য নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে। এভাবে দিন দিন আপনার কাজের চাহিদা বেড়ে যাবে। আপনার ইনকাম সোর্সটাও বেড়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে, নিজের যাবতীয় তথ্য দিয়ে একটি ওয়েবসাইট তৈরী করাটাই হচ্ছে, পোর্টফোলিও বা পার্সোনাল ওয়েবসাইট। 

পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরী করবেন? 

ওয়েবসাইট তৈরীর জন্য অত্যন্ত জনপ্রিয় দুটি মাধ্যম রয়েছে। এক. ব্লগার দুই. ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস সবচেয়ে সেরা কিন্তু তা অত্যন্ত ব্যয়বহুল। পক্ষান্তরে ব্লগার সম্পূর্ণ ফ্রি কিন্তু তাতে অনেক সীমাবদ্ধতা আছে। আমার মতামত হচ্ছে, কেউ যদি শুরুতে ওয়েবসাইট তৈরী করতে চায় তাহলে তার জন্য ব্লগার দিয়ে ফ্রিতে তৈরী করা ভালো হবে। তারপর যখন ধীরে ধীরে তার ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধি পাবে তখন তিনি ইচ্ছে করলে ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে মুভ করতে পারবেন। 

ব্লগারে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরীঃ 

এতক্ষণ আপনাদের সামনে ওয়েবসাইট কি, তার প্রয়োজনীয়তা কি এবিষয়ে সামান্য কিছু ধারণা দেয়ার চেষ্টা করেছি। এখন আমরা ধাপে ধাপে একটি ওয়েবসাইট তৈরীর দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। 

প্রথমে ওয়েবসাইট তৈরীর জন্য ব্লগারের ওয়েবসাইটে যান www.blogger.com এখানে আপনার জিমেইল দিয়ে লগিন করুন। তারপর আপনার সামনে একটি উইন্ডো খুলে যাবে। সেখানে টাইটেল ইসেবে আপনি যে নামে ওয়েবসাইট খুলতে চান তার নাম দিন। তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে এবার আপনার ওয়েবসাইট তৈরীর জন্য একটি ইউআরএল দিতে হবে যেমন, আমার নাম দিয়ে দেখিয়ে দিচ্ছি, azizulhakim.blogspot.com-

(blogspot.com) দেয়াই থাকবে আপনি শুধু আপনার নামটি দিবেন যেমন, azizulhakim অবশ্যই নামটি ছোট হাতের অক্ষরে দিতে হবে। এরপর ডিসপ্লে নাম চাইবে এখানেও আপনার নামটি ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর মিলিয়ে দিয়ে দিন। ব্যাস তৈরী হয়ে গেল আপনার একটি ওয়েবসাইট। 

এবার মেনু থেকে Page অপশনে ক্লিক করুন। তারপর New Page এ ক্লিক করুন। এবার পেজের উপরের মেনু থেকে একদম উপরে যে টাইটেল বারটি আছে সেখানে লিখে দিন "হোম পেজ"। এবার পেজের উপরের মেনু বার থেকে একদম বামে সবার প্রথমে যে অপশন আছে সেখানে লেখা আছে, Compose এবং html সেখান থেকে Compose মুডে ক্লিক করুন। 

আজকের পর্বে Compose মুড নিয়ে আলোচনা করবো। আর একদিন html মুড নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আপনার পেজের উপর যা মন চায় তাই লিখতে পারবেন, বিভিন্ন ফর্মেটিং করতে পারবেন, এখানে আপনার ছবি বসাতে পারবেন, আপনার মোবাইলে থাকা ভিডিও আপলোড করতে পারবেন। এখন উদাহরণ হিসেবে আমি একটি পেজ তৈরী করবো এবং সেখানে বিভিন্ন ফর্মেটিং করবো তারপর সেটিকে পাবলিক করবো, তারপর সেই পেজের লিংক এখানে দিয়ে দিবো আপনারা লিংকে ক্লিক করে ভিজিট করে দেখতে পারবেন। 

এখান থেকে দেখুনঃ


উপসংহারঃ ব্লগার দিয়ে ফ্রিতে কিভাবে একটি ওয়েবসাইট তৈরী করা যায় সেবিষয়ে উক্ত আর্টিকেলে আলোচনা করা হয়েছে। আর্টিকেলটি মনোযোগ দিকে পড়লে আপনিও এই রকম একটি পেজ তৈরী করতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে এই আর্টিকেলের নিচে কমেন্ট করুন। ধন্যবাদ এতক্ষণ ধরে লেখাটি কষ্ট করে পড়ার জন্য। 

লেখাটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আর্টিকেলের লিংকটি কপি করে ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আল্লাহ তায়ালা আপনাকে উত্তম জাযা দান করুন, আমীন।


Sakoler IT

আমি মোঃ আজিজুল হাকিম। আমি একজন ওয়েব ডিজাইনার, ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দিয়ে থাকি, প্রায় ৭ বছর যাবৎ উক্ত কাজে নিয়োজিত আছি।

Post a Comment (0)
Previous Post Next Post