আস্সালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! ওয়েব ডিজাইন সার্ভিস পেতে যোগাযোগ করুন। ধন্যবাদ


ফ্রি ওয়েবসাইট তৈরী করুন ব্লগারে-২০২৫ পর্বঃ ৩

ফ্রি ওয়েবসাইট তৈরী করার গাইডলাইন

ভূমিকাঃ ব্লগার প্লাটফর্ম ব্যবহার করে কিভাবে একটি প্রেফশনাল মানের ওয়েবসাইট তৈরী করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আমাদের আগে আরো দুটি পোস্ট গত হয়েছে। আপনারা যারা এবিষয়ে আগ্রহী তারা আমাদের পূর্বের পোস্টগুলো দেখে নিবেন তাহলে এই পোস্টের আলোচনাটি পূর্ণতা পাবে। চলুন শুরু করা যাক। 

ওয়েবসাইট তৈরী করুন ব্লগারে

সেটিংস গিয়ার আইকনের কাজ

আজকের পোস্টে আমরা আলোচনা করবো পোস্ট পেজের ডান পাশের সেটিংস গিয়ার আইকনের কাজ নিয়ে। গিয়ার আইকনের অপশন ও কাজঃ

✅ Labels: এটির কাজ হচ্ছে পোস্টের ক্যাটাগরি নির্দেশ করা। অর্থাৎ আপনার পোস্টটি কোন ক্যাটাগরির তা এখান থেকে তৈরী করতে হবে। বিভিন্ন ক্যাটাগরি হতে পারে যেমন, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য, বিজনেস, ইসলামিক ইত্যাদি। আপনার পোস্টটি যে ক্যাটাগরির এখানে সেই ক্যাটাগরি লিখতে হবে।

✅ Published on: পোস্টটি যে তারিখ বা সময়ে পাবলিশ করেছেন এখানে সেই তারিখ দেখানো হবে। এর ভিতরে আরো দুটি অপশন আছে। ১ অটোমেটিক ২। ডেট তৈরী করা। অটোমেটিক থাকলে যখনই পোস্ট করবেন সাথে সাথে তা পাবলিশ হয়ে যাবে। ডেট তৈরী করা মানে হচ্ছে আপনি পোস্টটি যে তারিখে পাবলিক করতে চান সেই তারিখটি এখানে সেট করে দিতে হবে তাহলে উক্ত তারিখে পোস্টটি অটো পাবলিশ হয়ে যাবে।

✅ Permalink: এটি দ্বারা আপনার পোস্টের একটি লিংক তৈরী হয়ে যায়। আপনার পোস্টের নাম হিসেবে আপনি যে টাইটেল ব্যবহার করবেন সেটিকে ব্যবহার করে এখানে একটি অটো পারমালিংক তৈরী হবে কিন্তু সেটা প্রফেশনাল মানের হবে না। ওয়ার্ডপ্রেস হলে একটি সেটিংস ঠিক করে দিলে অটোতে পারমালিংক প্রফেশনালভাবে তৈরী হবে। ব্লগারে বিষয়টি একটু জটিল তারপরও ১০০% হবে না। শেষে html লেখা থাকবে। তবে এটি দ্বারা কাজ চলবে। এই অপশনটির ভিতরে আরো দুটি অপশন আছে ১। অটোমেটিক পারমালিংক ২। কাস্টম পারমালিংক। 

অটোমেটিকেতো অটো জেনারেট হবে আর কাস্টমে ইচ্ছে মত পারমালিংক তৈরী করা যাবে। কিভাবে তৈরী করবেন? ধরুন, আপনার পোস্টের টাইটেল হবে, ব্লগার কি? কিভাবে ব্লগারে আয় করবেন? এটিকে কাস্টম পারমালিংক তৈরী করতে হলে এভাবে লিখতে হবে, blogger-ki-kivabe-blogger-a-income-korben

✅ Location: এখান থেকে লোকেশন সেট করতে হয়। ধরুন আপনি ওয়েবসাইটটি বাংলায় পরিচালনা করছেন আপনার পোস্টের ভাষা হচ্ছে, বাংলা। তাহলে নিশ্চয়ই আপনি চাইবেন না যে, এ্যামেরিকার ইংলিশভাষী লোকজন আপনার পোস্টটি বেশী পরিমাণে দেখুক। কারণ তাদের কাছে বেশী পরিমাণ শো হলে আপনার কোন লাভ নেই। কেননা তারা আপনার পোস্টটি পড়বে না, কারণ তাদের ভাষা বাংলা নয়।

✅ Search Description: আপনার পোস্ট সম্পৃক্ত কিছু কিওয়ার্ড এখানে লিখতে হবে যাতে পোস্টটি গুগলে বেশী ভিউ হতে সাহায্য করে।

 ✅ Options: এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন যে, আপনার পোস্টে কেউ কমেন্ট করতে পারবে কি না।

✅ Custom Robots Tag: এখানে কোন পরিবর্তন করতে হবে না। কারণ, ওয়েবসাইটের সেটিংস এ পূর্বেই এটা ঠিক করতে হয়। 

উপসংহারঃ আমরা আজ পোস্ট পেজের ডান পাশের সেটিংস গিয়ার আইকনের কাজ সম্পর্কে জানলাম। এভাবে করে পোস্ট করলে আশানুরূপ ফল পাওয়া যাবে। 


Sakoler IT

আমি মোঃ আজিজুল হাকিম। আমি একজন ওয়েব ডিজাইনার, ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দিয়ে থাকি, প্রায় ৭ বছর যাবৎ উক্ত কাজে নিয়োজিত আছি।

Post a Comment (0)
Previous Post Next Post